শিব রাত্রির জন্য চাঁদা তুলতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু সজ্জায় কৃষ্ণধন সিনহা নামের এক ব্যক্তি।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- শিব রাত্রির জন্য চাঁদা তুলতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু সজ্জায় কৃষ্ণধন সিনহা নামের এক ব্যক্তি। ধর্মনগর-কৈলাশহর রাস্তা অবরোধ। ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার সকাল থেকেই ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা এলাকায় ধর্মনগর - কৈলাশহর মূল সড়কে শিবরাত্রির জন্য চাঁদা তুলছিল এলাকার কিছু যুবকরা, পাশেই একটা শিব মন্দির রয়েছে, রাতে পুজো হবে। সকাল আনুমানিক সাড়ে নয়টায় টি আর ০৫ -এ ১৮১৯ নম্বরের একটি ট্রাক কৈলাশহর যাওয়ার পথে এই এলাকায় এসে চাঁদা আদায়কারিদের কাছে বাঁধা প্রাপ্ত হয়, ট্রাকের চালক চাঁদা না দিয়ে যাওয়ার চেষ্টা করতেই কৃষ্ণধন সিনহা নামের এক আদায় কারি ট্রাকের চাকার নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক বাহিনিকে খবর দেওয়া হয়,তারা এসে আশঙ্কা জনক অবস্থায় কৃষ্ণধন কে ধর্মনগর জেলা হাসমাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন কৃষ্ণধনের অবস্থায় এখনও সংকটজনক। এই ঘটনায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে। পরবর্তিতে ঘন্টাখানেক পর ধর্মনগর থানার ওসি মিলন দত্ত এবং এস ডি পি ও রাজিব সুত্রধরের আলোচনা ক্রমে সন্তুষ্ট হয়ে রাস্তা অবরোধ মুক্ত করা হয়। এই ঘটনায় ট্রাকের মালিক রফুল উদ্দিন এবং চালক রাসেল আহমেদ কে আটক করা হয়েছে, তাদের বাড়ি আসামের করিমগঞ্জে। ট্রাকটি আদা নিয়ে শিলচর থেকে কৈলাশহর যাচ্ছিল।

Post a Comment

0 Comments