IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- বিএসএফ এর হাত ধরে আবারও নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য এল। এক লক্ষ্য সত্তর হাজার টাকার গাঁজা আটক করে সাব্রুমের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় টহলরত ছেষট্টি নং ব্যাটালিয়ানের জওয়ানরা। বিএসএফ এর এক আধিকারিক দীপক কুমার জানান সীমান্তে এখন কড়া পাহারা চলছে। প্রতিদিন সীমান্ত দিয়ে পারাপারকারিদের খুব ভালো ভাবে তল্লাশী করা হচ্ছে। অবৈধ ভাবে যাতে কেউ কিছু নিয়ে সীমান্ত পারাপার না করতে পারে এই জন্য বিএসএফ জওয়ানরা বিশেষ নজরদারি রেখে চলেছেন। এরই ফল আজকের এই গাঁজা উদ্ধার।
0 Comments