IIW: নিজস্ব প্রতিনিধি, রুপঙ্কর মগ, কাঞ্চনপুর :- কাঞ্চনপুর মহকুমার জয়ন্তীপুর শিবনগর এলাকায় সাব পোস্ট, অঙ্গনত্তয়াড়ী ও পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বেড়া দিয়ে বন্ধ করা হল। জানা গেছে, ব্যক্তিগত সম্পত্তির উপর মালিকের অনুমতি ছাড়া সাব পোস্ট, অঙ্গনত্তয়াড়ী ও পঞ্চায়েত অফিস বসান হয়েছে। জমির মালিক নিশি কান্ত নাথ ও রানী বালা নাথ বলেছেন বাম সরকারের আধিকারিকরা তাদের ভাঁওতা দিয়েছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই অফিস গুলোর জায়গার বিনিময়ে তাদের সন্তোষ জনক কিছু একটা দেয়া হবে। কিন্তু কিছুই হলনা। মালিক দ্বয় আরও জানান, সরল সোজা ভাবে চলার কারনে যে যেদিকে পারছে সেদিকেই তার সম্পত্তি দখল করছে। স্বামী স্ত্রী দুজনই শিক্ষাগত দিক দিয়ে দূর্বল থাকার সুযোগ ওঠাচ্ছে সবাই। জমির মালিক নিশি কান্ত নাথ ও রানী বালা নাথ জানান অবৈধ ভাবে তাদের জায়গায় দখল নিয়ে বসেছে প্রদীপ নাথ, রেনুবালা নাথ, নিখিল নাথ, সুভাষ নাথ ও সুবীর নাথ এছাড়াও স্থানীয় একটি ক্লাবের নামধারী কতিপয় ব্যক্তি। মালিকের বক্তব্য, পিতৃ সম্পত্তির মোট ১৬ কানী জায়গার মধ্যে বেশ কিছু জায়গা এখন দখল হয়ে আছে। এই বিষয়ে অবগত আছেন এসডিএম ও বিডিও সাহেব। উনারা বলেছেন জায়গার আসল নথিপত্র সহ যোগাযোগ করার জন্য।জমির মালিক নিশি কান্ত নাথ ও রানী বালা নাথ আরও জানান সুষ্ঠ বিচারের আশায় তারা সিপিআইএম থেকে বিজেপিতে যোগদান করে এখন সম্পুর্ন হতাশ, সম্পত্তি রক্ষার জন্য দফায় দফায় কাঞ্চনপুর থানায় ও কোর্টে মামলা দায়ের করেও কোন কুল কিনারা খোঁজে পাচ্ছেন না। অগত্যা অন্য কোন উপায় না পেয়ে তিনি বেড়া দিয়ে বাধ্য হয়েছেন। তবে তালা তিনি ঝুলাননি, অন্যান্য অবৈধ দখলদাররা উনাদের বদনাম করার জন্য এই কাজ করেছেন।
0 Comments