IIW: বিকাশ ভট্টাচার্য্য, ধর্মনগর প্রতিনিধি :- ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশন শতবর্ষ পূর্ণ করলো। বীর বিক্রম ইনস্টিটিউশন ত্রিপুরার একটি প্রাচীন বিদ্যালয়। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আমলেই এ বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। এ বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে বহু ছাত্র দেশ-বিদেশে সুখ্যাতি অর্জন করে সুনামের সাথে এখনো রয়েছে। বীর বিক্রম ইনস্টিটিউশনের ১০০ বছর পূর্ণ হওয়ায় সুবাদে আগামী ডিসেম্বর মাসের শেষে কিংবা ২০১৯ এর জানুয়ারি মাসে বি বি আই এলামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশাল জাকজমকপূর্ণ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ কথা জানালেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমান ধর্মনগর এর বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন মহাশয় । এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলতে এই বিদ্যালয় এর প্রত্যেক ছাত্রদের আর্থিক ও শারীরিক সাহায্য চেয়েছেন তিনি। তিনি এও জানান একটা সময় এ বিদ্যালয় ছাত্রীরাও পঠন-পাঠন করতেন। ফলে বি বি আই এর ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রীদের কেউ এগিয়ে আসার অনুরোধ করেন। জানা গেছে এলামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১০০ বছর পূর্তি অনুষ্ঠানের আহবায়কের দায়িত্বে রয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের স্বামী তথা বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব জহর চক্রবর্তী।
0 Comments