বিজেপি সরকার বাস সার্ভিসের মাধ্যমে উত্তর ত্রিপুরা কে যোগাযোগ মানচিত্রে আরো প্রশস্ত করার সিদ্ধান্ত নিল।


IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগরঃ বাম আমলের রুগ্ন ট্রান্সপোর্ট পরিষেবা কে সতেজ করার উদ্যোগ নিল রাজ্য সরকার। বাস পরিষেবার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করণে গুরুত্ব দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। ধর্মনগর থেকে আগরতলা, ধর্মনগর থেকে পানিসাগর, রানীবাড়ী থেকে ধর্মনগর, চুরাইবাড়ী থেকে ধর্মনগর, বাঘবাসা থেকে ধর্মনগর। উক্ত রোড গুলিতে চলবে টি আর টি সির সরকারি বাস। আজ ধর্মনগর এসে এমনটাই জানালেন রাজ্য টি আর টি সির চেয়ারম্যান দীপক মজুমদার।আজ ধর্মনগরের টি আর টি সি হলে প্রশাসনিক আধিকারিক দের নিয়ে বৈঠক করেন টি আর টি সির চেয়ারম্যান। তিনি জানান খুব শীঘ্রই বাস সার্ভিস চালু হবে। বাম আমলের রুগ্ন টি আর টি সিকে সতেজ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বাস সার্ভিস চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সম্ভব হবে, তার সাথে সরকারী কোষাগারে টাকা জমা পড়বে। বিগত বাম আমলে টি আর টি সি তে লুঠ রাজ কায়েম হয়েছিল। নতুন সরকার বাস সার্ভিসের মাধ্যমে উত্তর ত্রিপুরা কে যোগাযোগ মানচিত্রে আরো প্রশস্ত করার যে উদ্যোগ নিল তা সত্যিই প্রশংসনীয়।

Post a Comment

0 Comments