ধর্মনগর রাঘনা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ফারুকের কান কাটলেন শিক্ষক স্বপন সিনহা।


IIW: বিকাশ ভট্টাচার্য্য, ধর্মনগর প্রতিনিধি :- পড়াশোনায় অষ্টরম্ভা শিক্ষকের নাক কাটাগেলো ছাত্রের অসফলতায়। কিন্তু না, এ যুগের ঘটনা বড় বিচিত্র। ছাত্রের কান কাটলো শিক্ষক। ঘটনাটি শুনে আপনারা তাজ্জব হতে পারেন । এমনই একটি ঘটনা হয়েছে বৃহস্পতিবার সকালে ধর্মনগর রাঘনা মাধ্যমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম স্বপন সিনহা। ঘটনার বিবরণে জানা যায় রাঘনা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ফারুক মিয়াকে বিদ্যালয়েরই শিক্ষক স্বপন সিনহা কানে ধরে মোচড় দিলে ছাত্র ফারুকের কানের পেছনের একটি অংশ কেটে যায়। খানিক পরে ফারুকের সহপাঠীরা দেখতে পায় ফারুকের কান দিয়ে রক্ত বেরোচ্ছে। এই দৃশ্য দেখে ছাত্ররা ক্লাস চলাকালীন শিক্ষক স্বপন সিনহাকে জানালে স্বপন সিনহা ফারুককে বাড়ি পাঠিয়ে দেন। ফারুক বাড়ি এলেই ফারুকের অভিভাবকরা ফারুকের কানে রক্তদেখে ক্ষোভে ফেটে পড়েন। ফারুকের পিতা সোনা মিয়া এই ঘটনা এলাকায় জানালে এলাকাবাসী সহ অভিভাবক সোনা মিয়া বিদ্যালয় আসেন। সোনা মিয়া বিদ্যালয়ে গিয়ে ঘটনার কোন সমাধান সূত্র খোঁজে না পেয়ে পরবর্তীতে থানায় গিয়ে শিক্ষক স্বপন সিনহার বিরুদ্ধে একটি মামলা করেছেন। স্বপন সিনহাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও অপরদিকে শিক্ষক মশাই জানিয়েছেন উনি কানে মোচড় দেন নি। ছাত্র ফারুকের হাতের নখের আচরেই রক্ত বেরিয়েছে।পাশাপাশি তিনি জানিয়েছেন  তিনি নিজেই  ফারুকের চিকিৎসা করিয়েছেন।বর্তমানে সত্য ঘটনা উদঘাটনে পুলিশ তদন্তে নেমেছে। এ ঘটনা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Post a Comment

0 Comments