IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি :- বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু। ঘটনা চুরাইবাড়ি বাজার এলাকায়। মৃতের নাম পুলক দে (২৫) পিতা রসেন্দ্র দে। আজ বেলা আনুমানিক ১১.৩০ মিনিট নাগাদ পুলক পাশের বাড়ির জলের মোটর ঠিক করতে লাগলে বিদ্যুৎ পিষ্ট হয়। সাথে সাথে অটোতে করে কদমতলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সন্দ্বীপ দেব পুলক কে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে খবর পেয়ে মৃতের বন্ধু বান্ধব ছুটে এসে মৃত বন্ধুকে জীবিত করতে নানাভাবে চেষ্ঠা করতে থাকে। বন্ধুর এভাবে মৃত্যুকে তারা মেনে নিতে পারছিল না। আবেগের বশীভূত হয়ে তারা ডাক্তারের সাথে ও কিছুটা বাক যুদ্ধ করে। কিন্তু কোন কিছু করেও তারা মৃত বন্ধুকে জীবিত করতে পারেনি। কদমতলা হাসপাতালে মৃতের আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব রা ভিড় জমায়। ময়না তদন্তের পর লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
0 Comments