IIW: নিজস্ব প্রতিনিধি, রুপঙ্কর মগ, কাঞ্চনপুর :- কাঞ্চনপুর মহকুমা শিক্ষা দফতরের উদ্যোগে কাঞ্চনপুর টাউনহলে অনুষ্ঠিত হল মহকুমা ভিত্তিক শিশু দিবস। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএস স্টেট মাননীয় কীর্তিসুন্দর দে, দশদা আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান জিরেন্দ্র রিয়াং, বিশিষ্ট সমাজ সেবক খবেন্দ্র রিয়াং এবং শৈলেন্দ্র নাথ, উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক নিরেশ দেবনাথ ও তপন বড়াল মহাশয়। এছাড়াও কাঞ্চনপুর জেবি, উরিছড়া জেবি, রবীন্দ্র নগর এসবি, কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, শান্তিপুর হাইস্কুল, কাঞ্চনপুর সরকারী ইংলিশ মিডিয়াম স্কুল এবং কল্যাণী সরকারী বালিকা বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন। সাতনালা, আনন্দবাজার, গছিরাম ও বড়ছড়া এই চারটি হোস্টেলের ছাত্ররাও শিশু দিবসের অনুষ্ঠানে যোগদান করে। শিশু দিবসের এই অনুষ্ঠানকে উদ্দেশ্য করে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রচন্ড উৎসাহ পরিলক্ষিত হয়।
0 Comments