জাতীয় প্রেস দিবস উপলক্ষে কৈলাসহর প্রেসক্লাবে নানান অনুষ্ঠান।


IIW: দেবাশিস দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- জাতীয় প্রেস দিবস ২০১৮ উপলক্ষে কৈলাসহর প্রেস ক্লাব রক্তদান, বসে অাঁকো প্রতিযোগীতা এবং অালোচনাচক্রের অায়োজন করেছে। ১৪ নভেম্বর দুপুর ১২ টায় কৈলাসহর প্রেস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শিবিরে প্রেস ক্লাব সদস্য ছাড়াও কৈলাসহর থানার ওসি সৌগত চাকমা, বন্ধন ব্যাঙ্কের কৈলাসহর শাখা প্রবন্ধক গৌরব দাম সহ সমাজের বিশিষ্ট জনেরা রক্তদান করেন। ১৬ নভেম্বর ২০১৮ বিকাল ৩ টায় কৈলাসহর প্রেসক্লাব প্রাঙ্গনে নার্সারী থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত পাঁচটি বিভাগে বসে অাঁকো প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে "Journalism Ethics & Challanges in Digital era" শীর্ষক অালোচনাচক্র।  অালোচনাচক্রে প্রধান বক্তা হিসেবে অালোচনা করবেন বিশিষ্ট সাংবাদিক দেবাশিস মজুমদার।

Post a Comment

0 Comments