পেথজেন ডায়াগনেস্টিক সেন্টারের কর্ণধার বিজয় দাসের উদ্যোগে কাঞ্চনপুরের দশদায় পালিত হল বিশ্ব ডায়াবেটিস দিবস।


IIW: নিজস্ব প্রতিনিধি, রুপঙ্কর মগ, কাঞ্চনপুর :- সাড়ম্বরে পালিত হল বিশ্ব ডায়াবেটিস দিবস কাঞ্চনপুরের দশদায়। পেথজেন ডায়াগনেস্টিক সেন্টারের কর্ণধার বিজয় দাসের উদ্যোগে বিনা খরচে সুগার পরীক্ষা করা হয় উত্তর দশদা হাসপাতালের সামনে এবং বিজয় বাবুর নিজস্ব সেন্টারে। মহকুমার বিভিন্ন জায়গা থেকে লোক আসেন গতকালকের এই আয়োজনে। বিজয় দাসে মহাশয়ের এই উদ্যোগে উপকৃত হলেন ৮৭ জন রোগী। এই শুভ উদ্যোগের জন্য বিজয় বাবুকে অভিনন্দন জানিয়েছেন এলাকার মানুষ।

Post a Comment

0 Comments