IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- এ কেমন মানুষ ? কেমন তাদের বিচার ? কোন বিকৃত মস্তিষ্কের মানুষ না হলে এরকম ঘটনা ঘটানো অসম্ভব। এমনই এক ঘটনা ঘটেগেলো বিলোনিয়া মহকুমার চিত্তামারা এলাকায়। রাবার বাগানে জ্বালানি কাঠ খুজতে গিয়ে স্থানীয় লোকজনের হটাৎ চোখ পরে একটি রাবার গাছের দিকে। চোখ কপালে উঠে স্থানিয়দের। রাবার গাছের সাথে একটি মৃতদেহ বেঁধে রাখা হয়েছে। সাথে সাথেই খবর দেওয়া হয় পুলিশে।অদ্ভুত এই ঘটনার পেছনে কে বা কারা আছে তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
0 Comments