রাইফেলের গুলিতে আত্মঘাতী হলেন এক টিএসআর জওয়ান।


IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর :- নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হলেন এক টিএসআর জওয়ান। মৃত জওয়ানের নাম হল সঞ্জিত দাস (৩২)। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে দ্বিতীয় বাহিনীর ক্যাম্পে। ঘটনার বিবরণ থেকে জানা গেছে, মঙ্গলবার সকালে টিএসআরের দ্বিতীয় বাহিনীর ক্যাম্পের একটি ঘর থেকে আচমকা গুলির শব্দ শুনতে পায় সেই ক্যাম্পে উপস্থিত টিএসআর জওয়ানরা। গুলির আওয়াজ শুনতে পেয়ে টিএসআরে জোয়ানরা ছুটে যায় সেই ঘরের দিকে যেখান থেকে গুলির আওয়াজ এসেছিল। গিয়ে দেখা যায় মেঝেতে রক্তাক্ত অবস্থায় পরে আছে সঞ্জিত দাস নামে এক জওয়ান। খবর দেওয়া হয় টিএসআর বাহিনীর অফিসারদের। খবর পেয়ে ছুটে আসেন টিএসআরের অফিসার সহ পুলিশ। জানা গেছে, ঘটনার স্থলে পুলিশ একটি রিভলভার পায়। যেটি সঞ্জিত দাসের নিজের রাইফেল ছিল। কি কারণে টিএসআর জওয়ান সঞ্জিত দাসের মৃত্যু হল সেই বিষয়ে পুলিশ এখনো কোন সিদ্ধান্তে আসতে পারেনি। তবে প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশ জানিয়েছে নিজ রাইফেলে আত্মঘাতী হয়েছে টিএসআর জোয়ান সঞ্জিত দাস। এদিকে মৃতদেহ পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পরই ঘটনার আসল সত্য বেরিয়ে আসবে। যদিও পুলিশ এই ঘটনায় একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে। এইদিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জওয়ানদের মধ্যে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments