IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর :- ট্রাফিক পুলিশের তরফে থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখন থেকে শুধু বাইক, স্কুটি নয় অন্যান্য দ্বিচক্রযান চালকের হেলমেট পরার পাশাপাশি আরোহীদেরও হেলমেট পড়তে হবে। জানা গেছে, এখন থেকে চালকের পেছনে বসা সহ আরোহীর মাথায়ও যদি হেলমেট না থাকে তাহলে তা অপরাধ বলে গণ্য করা হবে। ট্রাফিক পুলিশে কর্মরত এসপি জানিয়েছেন, মোটর ভ্যাহিকেল অ্যাক্ট ১৯৮৮ এর ১২৯ নং ধারামূলে মোটর যুক্ত সমস্ত দ্বি-চক্রযানের চালক ও সহ আরোহীর হেলমেট পরা আইনত বাধ্যতামূলক। কারণ, দেখা গেছে বিভিন্ন সময়ে কোন যান দুর্ঘটনায় চালকরা বেচে গেলেও আরোহীদের প্রাণনাশ হয়। তাই উভয়ের সেফটির জন্য এই নিয়ম চালু করা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, প্রত্যেক বাইক ও স্কুটি চালক এবং আরোহীর নিরাপত্তা নিশ্চিত করতেই এখন থেকে প্রত্যেকের হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। আর যদি কেউ এই আইন ভঙ্গ করে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments