IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- কদমতলার জুড়লো উন্নয়নে নতুন পালক। সুদীর্ঘ বছরের দাবির ফল মিলল এবার। কদমতলায় হতে যাচ্ছে সরকারি ডিগ্রী কলেজ। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর কদমতলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ এই কদমতলা কুর্তি বিধানসভা দীর্ঘ ২৫ বৎসর ধরে পিছিয়ে পড়া অবস্থায় ছিল। কদমতলাবাসি বিগত সরকারের আমলে বারবার কলেজ স্থাপন করার দাবি তুললেও সেসময়ের নেতা মন্ত্রীরা জনতার দাবীকে উপেক্ষা করেছেন। কদমতলা ব্লক এলাকার ব্রজেন্দ্র নগর, রানীবাড়ী, সাত সঙ্গম, তারকপুর, কালা গাঙ্গের পার, সহ কদমতলার বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীরা প্রতিদিন 1 থেকে দেড় শত টাকা খরচ করে ধর্মনগর কলেজে গিয়ে পড়াশোনা করে। গাড়ি ভাড়া বহন করতে না পারায় অনেক গরিব পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা ছেড়ে দিয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে কদমতলায় কলেজের পঠন পাঠন শুরু হবে। সরসপুরের কবিগুরু জেবি স্কুলে অস্থায়ীভাবে কলেজ চলবে। আর যে স্থানে কলেজ নির্মাণ হবে সেই স্থান পরিদর্শন করে গেলেন শিক্ষা দপ্তরের রাজ্য অধিকর্তা (স্টেইট ডাইরেক্টর) অমিত শুক্লা (IFS) তিনি আজ কদমতলায় এসে রেভিনিউ দপ্তরের আধিকারিকদের নিয়ে কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। ৬.৪৫ একর জায়গায় এই কলেজ নির্মাণ হবে। যে জায়গায় কলেজ নির্মাণ হবে পাশেই রয়েছে সড়ক, রয়েছে সরসপুর স্কুল, কদমতলা ব্লক থেকে মাত্র 2 কিঃমিঃ দূরত্বে। জায়গা পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শুক্লা জানান জায়গাটি খুবই ভালো, কলেজের জন্য উপযোগী তিনি রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে দেবেন। তারপরেই বিল্ডিং এর কাজ শুরু হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে কবিগুরু জেবি স্কুলে অস্থায়ীভাবে কলেজ শুরু হবে বলে জানান অমিত শুক্লা। এদিন তিনি কবিগুরু জে বি স্কুল টিও পরিদর্শন করেন। প্রসঙ্গত কদমতলা বাসির দীর্ঘদিনের স্বপ্ন পুরন হল। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকুর রায় কদমতলা বাসীকে আশ্বস্ত করেছিলেন যে কদম তলায় ডিগ্রী কলেজ হবে আজ তারই প্রতিফলন দেখা গেল। রাজ্য সরকারের সিদ্ধান্তক্রমে ডিগ্রী কলেজ পাচ্ছে কদমতলা। এটা কদমতলার উন্নয়নে নতুন পালক। ডিগ্রী কলেজ স্থাপনের সংবাদে খুশির হাওয়া বইছে কদমতলা জুড়ে।
0 Comments