রাজন্য আমলে দ্বিতীয় তহশীল কাছারী কালের বিবর্তনে রাজ্যের অন্যতম এক জীর্ণ শহর।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- রাজন্য আমলে দ্বিতীয় তহশীল কাছারী ছিল কৈলাসহর। কিন্তু কালের বিবর্তনে রাজনৈতিক দল গুলোর অদূরদর্শিতার কারনে কৈলাসহর আজ রাজ্যের অন্যতম এক জীর্ণ শহর। বিগত কুড়ি বছরের মধ্যে এই প্রথম কোনো শাসক দলের নেতা কৈলাসহরকে সাজাতে বা উন্নত করতে শহরবাসীদের নিয়ে নাগরিক সভা করেন। কৈলাসহরের ঊনকোটি কলা ক্ষেত্রের কাউন্সিলর নীতীশ দে মহাশয়ের নেতৃত্বে হয় নাগরিক সভা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর সবিতা দত্ত, পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসার হোমাগ্নি ভট্টাচার্য্য। এই নাগরিক সভায় কৈলাসহরের উন্নয়নের সাপেক্ষে ২২ দফা দাবি পেশের সিদ্ধান্ত নেওয়া হয়। দাবি গুলোর মধ্যে আছে কৈলাসহরে এয়ারপোর্ট চালু করা, রেল মানচিত্রে কৈলাসহরকে স্থান দেওয়া, কৈলাসহরে সার কারখানা স্থাপন করা, কৈলাসহর সোনামাড়া এলাকায় মনু নদীর উপর ব্রীজ নির্মাণ করা, কৈলাসহরে সীমান্ত হাট তৈরী করা ও কৈলাসহরের উপর দিয়ে ভারত বাংলাদেশ রেল লাইন স্থাপন করা। এই দাবী গুলো পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। কৈলাসহরের ঊনকোটি কলা ক্ষেত্রের কাউন্সিলর নীতীশ দে মহাশয় সংবাদ মাধ্যমের কর্মীদের ডেকে এই বিবৃতি দেন।

Post a Comment

0 Comments