যুবরাজনগর ব্লকে শাসক-বিরোধী মুখোমুখি।


IIW: বিকাশ ভট্টাচার্য্য,ধর্মনগর প্রতিনিধি :- যুবরাজনগর ব্লকে শাসক-বিরোধী মুখোমুখি। ব্লক পঞ্চায়েত সমিতির নির্ধারিত সভা করতে দিল না শাসক দল বিজেপি, এমনই অভিযোগ আনল সিপিআই(এম)। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মনগর সি পি আই (এম )মহাকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই (এম) ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে। সাথে ছিলেন সি পি আই এম উত্তর জেলা কমিটির সদস্য তথা যুবরাজ নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সমীরন দাস। সাংবাদিক সম্মেলন করে সমীরণ দাস জানালেন, যুবরাজ নগর ব্লকের মোট ১৩ জন পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন। তার মধ্যে ৫ জন শাসক দল অর্থাৎ বিজেপি মনোনীত  সদস্য, বাকি আটজন  সিপিআই(এম) সদস্য। বিগত কিছুদিন আগে বিজেপি মনোনীত পঞ্চায়েত সমিতির ৫ সদস্য বর্তমান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের ওপর অনাস্থা প্রস্তাব আনেন। আগামী ২৩ নভেম্বর এই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। তারই মধ্যে বিগত প্রায় এক সপ্তাহ আগে ব্লক কর্তৃপক্ষ রুটিন মেনে ১৩ই নভেম্বর অর্থাৎ আজকের সভার আহবান করেন । সংসদীয় প্রথা অনুযায়ী পঞ্চায়েত সমিতির সভায় মূলত পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে ব্লক এলাকার জেলা পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন। সাথে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট ব্লকের অন্তর্গত, প্রতিটি পঞ্চায়েতের প্রধানরা। কিন্তু সমীরণ দাস জানালেন মঙ্গলবারের সভায় লক্ষ্য করাযায় ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতের বিজেপি মনোনীত উপপ্রধান ও  পঞ্চায়েত সদস্যরাও এই পঞ্চায়েত সমিতির সভায় উপস্থিত রয়েছেন। পাশাপাশি বিজেপির বিভিন্ন স্তরের সদস্যরা সভায় এসে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন। পরবর্তীতে যুবরাজ নগর ব্লকের বিডিও-র পরামর্শে সি পি আই (এম) পঞ্চায়েত সদস্যরা সভা ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন। সমীরণ দাস এও জানিয়েছেন প্রতিনিয়ত যুবরাজ নগর ব্লকে সি পি আই এম  মনোনীত বিভিন্ন স্তরের পঞ্চায়েতের  সদস্যদের বিজেপি কর্তৃক বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। ফলে তারা আগে থেকেই এই সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আন্দাজ করে জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলেন। কিন্তু প্রশাসন এই সভা সুন্দর ভাবে হওয়ার জন্য কোন উদ্যোগ গ্রহণ করেননি। ফলে আগামী ২৩ নভেম্বর বিজেপির আনা অনাস্থা প্রস্তাবের উপর যে সভা তাতেও বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিপিআই(এম) মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে জানিয়েছেন বিজেপি সম্পূর্ণ পরিকল্পিত ভাবেই এই বিশৃঙ্খলা তৈরি করেছে । এই সভা ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনার জন্যই ছিল। কিন্তু বিজেপি এই সভা করতে না দিয়ে ব্লক এলাকার উন্নয়নকে পিছিয়ে দিলো। তবে সিপিএমের হাতে পঞ্চায়েত সমিতি থাকায় রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। একে অপরের প্রতি দোষারোপ অব্যাহত থাকবে। এই বিষয়ে শাসক দল বিজেপির প্রতিক্রিয়া হয়তো আগামীকাল আসবে।

Post a Comment

0 Comments