IIW: বিকাশ ভট্টাচার্য্য, ধর্মনগর প্রতিনিধি :- পুলিশ তুমি কার? তেল মাফিয়াদের বিরুদ্ধে পুলিশি অভিযানের নামে কি নাটক চলছে ধর্মনগরে। স্থানীয় জনতা কিন্তু পুলিশি নাটকে বীতশ্রদ্ধ। ধর্মনগর শহরের কামেশ্বর ও দুর্গাপুরে তেল বিরোধী অভিযান চললেও ইন্ডিয়ান অয়েল ও আসাম অয়েল ডিপো সংলগ্ন এলাকা যেখানে তেলের মজুদ ভান্ডার রয়েছে সেই স্থানে হানা দিচ্ছে না কেন পুলিশ, স্থানীয় জনতার প্রশ্ন ? ধর্মনগর রেল গেট এলাকায় বড় বড় তেল মাফিয়াদের দৌরাত্ম্য বাম আমলে যেমন ছিল আজও তেমনি আছে। থানার ওসি বেণীমাধব দে তেল মাফিয়াদের কঠোর হস্তে দমন করবেন কথা দিলেও আদতে লোক দেখানো নাটক হচ্ছে বলা যায়। এই অভিযোগ আমাদের নয়, বরং স্থানীয় জনতাই পুলিশের দিকে আঙ্গুল তুলছে। তেলবাহী ট্যাংকার থেকে রেলগেট সংলগ্ন এলাকায় তেল পাচার হয়ে মজুদ করছে মাফিয়ারা। সেই তথ্য পুলিশের অজানা নয়। যে জায়গায় হানা দেওয়ার কথা সেই জায়গাগুলিতে হানা না দিয়ে বরং লোক দেখানো নাটক চলছে । এ নিয়ে স্থানীয় জনতা পুলিশের দিকে আঙুল তুলছেন আর বলছেন তেল মাফিয়াদের দমনের নামে আদতে চোর পুলিশের খেলা চলছে।
0 Comments