IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় চুরাইবাড়ি থানা এলাকায় শনিছড়া পেট্রল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে। মৃত যুবকের নাম জেঠারায় রিয়াং (১৮)। বাগাবাসা হতে চুরাইবাড়ি যাওয়ার পথে একটি ট্রাকের ধাক্কায় নিহত হয় ঐ যুবক। তার বাড়ী জৈথাং পঞ্চায়েতের টংছড়া এলাকায়। মা বাবার একমাত্র সন্তান ছিল জেঠারায়। ঘটনার বিবরণে জানা যায় চুরাইবাড়ি থেকে একটি ১২ চাকার লরি বাগবাসা আসার সময় এবং শনিছড়া থেকে চুরাইবাড়ি যাওয়ার পথে শনিছড়া পেট্রল পাম্প সংলগ্ন ডানু হোটেলের সামনে বাইক সহ জেঠারায়কে ধাক্কা মেরে পালিয়ে যায় কেএ ০১ সি ৯৫৩৪ নম্বরের ঘাতক লরি টিআর ০৫-৯৮৫৫ নাম্বারের বাইক আরোহীকে মুখোমুখি ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় জেঠারায়ের। খবর পেয়ে ছুটে আসে এলাকার লোকজন উত্তেজিত জনতা পথ অবরোধ করে। খবর যায় পুলিস ও দমকল দপ্তরে। পুলিস এসে মৃত জেঠারায় রিয়াংকে দমকলের গাড়ি দিয়ে হাসপাতালে পাঠায়। এরই মধ্যে খবর আসে ঘাতক লরী বাগবাসা বাজারে রেখে পালিয়ে গেছে লড়ি চালক। পুলিশ এসে ঘাতক লড়িটিকে আটক করে বাগবাসা থানায় নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, ঐ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে পুলিশ এখনো ঘাতক লরি চালককে ধরতে পারেনি। লরিটি অবশ্য পুলিশের হেফাজতে রয়েছে।
0 Comments