IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- মঙ্গলবার দুপুরে ধর্মনগর বিবেকানন্দ স্বার্ধ শতবার্ষিকী ভবনে, ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এবং সুভাষিনী স্মৃতি ট্রাস্ট এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় উপাধক্ষ্য বিশ্ববন্ধু সেন মহদোয়। সম্মানিত উদ্বোধক উপস্থিত ছাত্রীদের সামনে প্রয়াতা শিক্ষিকা সুভাসিনি ভৌমিক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র চন্দ্র মালাকার, এছারাও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক বরুন দাস, বিশিষ্ট সমাজসেবি জহর চক্রবর্তি সহ আরও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান মঞ্চেই বিদ্যালয়ের ৬ জন দুঃস্থ ছাত্রীর হাতে ৩০০০ টাকা করে তুলে দেওয়া হয়।পাশাপাশি বিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশশ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীর ১ম ২ য় ও ৩য় স্থান অধিকারীনিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
0 Comments