IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- এ বছর কালীপূজায় উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের আহ্বানে এক নতুন নজীর সৃষ্টি হল ধর্মনগরে, এই প্রথম রবিবার ও সোমবার দুইদিনে কালী মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হল দীপাবলি উৎসব, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিভিন্ন ক্লাবগুলির কাছে আহ্বান রেখেছিলেন তারা যেন শ্যামা মায়ের মূর্তিগুলি গাছের নীচে না রেখে বিসর্জন দিয়ে দেন, এতে ধর্মনগরের পরিবেশ সুন্দর ও সুস্থ থাকবে। কারণ বিগত দিনে দেখা গেছে, বিভিন্ন ক্লাব ও সংস্থা পূজা করার পর মূর্তিগুলি বাইরে রেখে দেয় এতে কিছুদিন পর এই মূর্তিগুলি বীভৎস রূপ নেয় এবং দেখতে ভীষন বাজে লাগে। সেই আহ্বানে সাড়া দিয়ে রবিবার সন্ধ্যায় ধর্মনগর বয়েজ ক্লাব ও YMAC সুসজ্জিত সুবিশাল শোভাযাত্রার মধ্যদিয়ে শ্যামা মায়ের মূর্তি বিসর্জন করেন।সোমবার জাকজমকপূর্ণ রেলির মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জন করলো ধর্মনগরের আমরা সবাই ক্লাব।উপজাতিদের বিজু নিত্য। কচিকাচাদের ডান্ডিয়া নৃত্য। ধামাইল নৃত্য ও ভাংরা ।সব মিলিয়ে জাতি ও উপজাতির বিভিন্ন নৃত্যের তালে জমে উঠে" আমরা সবাই ক্লাব" এর রেলি। এই রালির সাথে ঢাকের তালে তালে আমরা সবাই ক্লাব এর সদস্য- সদস্যাদের সম্মিলিত আনন্দ রেলি কে আরো সুন্দর করে তোলে।ধর্মনগরের সর্বাধিক বাজেটের কালীপুজো "আমরা সবাই ক্লাব" এর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়েই সমাপ্তি হলো ধর্মনগরে এবার কার দীপাবলি উৎসব।
0 Comments