IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ভারতীয় জনতা পার্টির কদমতলা কুর্তি মন্ডলের নবনিযুক্ত সভাপতি করা হলো মনসুর আলীকে ।২০১৯ লোকসভা কে সামনে রেখে বিজেপি দলীয় স্তরে ব্যাপক রদবদল চলছে। প্রতিটি মোর্চাকে নতুনভাবে সাজানো হচ্ছে। কদমতলা বিজেপি অফিসে এক সভার মাধ্যমে ২৭ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেন জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সাব উদ্দিন।এ সভায় উপস্থিত ছিলেন জেলা কিষান মোর্চার সহ-সভাপতি সুব্রত দেব সহ অন্যান্য নেতৃত্বরা।

0 Comments