IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহরের প্রাচীনতম ও বনেদি স্কুল ভগিনী নিবেদিতা উচ্চতর বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের হোস্টেল থেকে অষ্টম শ্রেণীতে পড়ুয়া দুই ছাত্রী রহস্যজনক ভাবে গায়েব হয়ে যায় গত সতের নভেম্বর রাতে। ঘটনা প্রকাশ্যে আসে আঠার নভেম্বর সকালে, যখন হোস্টেলের ইনচার্জ রাজলক্ষ্মী দত্ত বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নজরে আনেন। দুই ছাত্রী নিখোঁজের ঘটনায় কৈলাসহর মহিলা থানায় মিসিং ডাইরি করা হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত দুই ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায় নি। অষ্টম শ্রেণীতে পড়ুয়া মল্লিকা দাস, পিতা রঞ্জন দাস, এবং রবীনা দাস পিতা প্রদীপ দাস উভয়েরই বাড়ি দলাই জেলার মনু থানাধিন জারুলছড়া গ্রামে। ষষ্ঠ শ্রেণী থেকেই দুই ছাত্রী এই হোস্টেলে থেকেই পড়াশোনা করছে। এ ব্যপারে পুলিশ তল্লাশী চালিয়ে মল্লিকা ও রবীনার ট্রাঙ্ক এর নিচে একটি চিঠি পায় পুলিশ। এই চিঠিতে নিখোঁজ হওয়া দুই ছাত্রী তাদের নিখোঁজ হবার পেছনে সম্পূর্ণ দায়ভার হোস্টেল ইনচার্জ এবং স্কুল কর্তৃপক্ষের উপর চাপিয়েছে। অপর দিকে হোস্টেল ইনচার্জ রাজলক্ষ্মী দত্তের বক্তব্য হলো হোস্টেলে মোবাইল ব্যবহার এবং বহিরাগতদের নিজের আত্মীয়ের পরিচয় দিয়ে হোস্টেলে প্রবেশ করানো সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপে বাধা দেবার ফলে ছাত্ররা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। এখন পুলিশের তদন্তের দিকে কৈলাসহর বাসী তাকিয়ে আছে।
0 Comments