IIW : ধর্মনগর প্রতিনিধি :- মহিলা পঞ্চায়েত সচিব কে অশ্লীল ভাষায় গালিগালাজ। জি আর এস কে শারীরিক নিগৃহীত করার ঘটনা ঘটলো পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ বিজেপি নাম ধরে একদল যুবক বৃহস্পতিবার বিকাল তিনটা নাগাদ পঞ্চায়েতে প্রবেশ করে রেগার কাজ কেন হচ্ছে না তা নিয়ে পঞ্চায়েত সচিব রিনা সিনহা ও জি আর এস বিধান চন্দ্র নাথকে প্রশ্ন করলে তর্কে বিতর্কে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এক সময় মহিলা পঞ্চায়েত সচিব কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় তার পাশাপাশি জি আর এস বিধান চন্দ্র নাথকে শারীরিকভাবে নিগৃহীত করা হয় বলে অভিযোগ। পঞ্চায়েতে নিরাপত্তা হীনতায় ভুগছেন দেখে পঞ্চায়েত সচিব জি আর এস ও এক জুনিয়র ইঞ্জিনিয়ার তড়িঘড়ি কদমতলা ব্লকে চলে আসেন। বিষয়টি বিডিও বৈজয়ন্ত দাস কে জানান বিডিও ঘটনার খবর পেয়ে শাক দিয়ে মাছ ঢাকতে শুরু করেন।যাদের হাতে পঞ্চায়েত সচিব এবং যে জি আর এস অপমানিত হয়েছে তাদেরকে ডেকে বিডিও এর চেম্বারে মীমাংসা বৈঠক করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হল। জানা গেছে বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিষ দাস ও নব্য সিপিএম থেকে আসা বাবুল নাথ এর নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।এ ঘটনার নিন্দা জানিয়েছেন পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল খালেক তিনি পঞ্চায়েত এ ঘটনার সময় না থাকলেও সচিব কে ফোন করে যা জানতে পেরেছেন তা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন। অন্যদিকে মিডিয়ার চাপে পড়ে কদমতলা ব্লকের বিডিও একটি ঘটনা হয়েছে বলে দাবি করলেও পুরো ঘটনার বিবরণ প্রকাশ করেননি। এভাবে সরকারী কর্মচারী নিজ অফিসে নিগৃহীত হলো অথচ বিডিও বিষয়টি ধামাচাপা দিলেন, কেন এদের নামে মামলা হলো না, অভিযোগ কদমতলার বিডিও শাসকদলীয় আশ্রিত গুন্ডাদের বাঁচাতে আদা জল খেয়ে মাঠে নেমেছেন যার ফলে থানায় আর অভিযোগ হয়নি।
0 Comments