IIW, আবির রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- সাব্রুম মহকুমার বৈষ্ণবপুরে আজব ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সাব্রুমেরই জলেফা শঙ্করমঠ এলাকায় অনুরূপ ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার জলিফা গ্রামে শুক্রবার সকাল থেকে মাটি ফুঁড়ে আগুন ও গ্যাস, সেই সঙ্গে কাদার মতো সাদা রঙের পদার্থ বের হতে থাকে। এই দৃশ্য দেখে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে যান। ভোরেই খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দফতরের অফিসে। খবর পেয়ে পুলিশ ও অগ্নিনির্বাপক দফতরের একটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। এবং যে জায়গায় আগুন জ্বলছিল সেই জায়গায় জল ঢেলে আগুন আয়ত্তে আনে। তবে জল ঢালার সঙ্গে সঙ্গে সাদা রঙের পদার্থ আরও বেশি পরিমাণে বের হতে থাকে। তবে দীর্ঘক্ষণ চেষ্টা পর আগুনকে নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কিন্তু কী কারণে এভাবে মাটি ফুঁড়ে আগুন, ধোঁয়া এবং অন্যান্য সামগ্রী বেরিয়ে আসছে তা কেউ নিশ্চিত ভাবে বলতে পারছেন না। সাধারণ মানুষের মধ্যে আগ্নিয়গিরির গুজব ছড়াচ্ছে। কিছুদিন আগে সাব্রুমের বৈষ্ণবপুর এলাকা থেকেও এভাবে মাটি ফুঁড়ে আগুন, ধোঁয়া এবং কাদা বেরিয়েছিল। এভাবে কিছুদিন পর পর এমন ঘটনা ঘটায় সাব্রুমবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনার আসল রহস্য কী তা জানতে যোগাযোগ করা হয়েছিল ভূগর্ভ বিশেষজ্ঞ অধ্যাপিকা তৃপ্তি মজুমদারের সঙ্গে। তিনি এই ঘটনার ছবি ও ভিডিও দেখে জানান, এগুলি মাটির তলায় বিদ্যমান প্রাকৃতিক গ্যাস। তীব্র চাপের কারণে মাটি ফুঁড়ে এগুলি বেরিয়ে আসছে। বায়ুমণ্ডলের সংস্পর্শে আসায় আগুনের সৃষ্টি হয়েছে। সাদা রঙের বস্তুগুলি প্রাকৃতিক গ্যাসের মিশ্রিত বিভিন্ন পদার্থ ও মাটি। প্রসঙ্গত, এর আগে বেশ কিছুদিন আগে সাব্রুমের বৈষ্ণবপুরে মাটির নীচ আগুন বেরোয়। এর পর ১৯ এপ্রিল বৈষ্ণবপুরের ঘটনায় মাটি পরীক্ষা করে ইসরো ত্রিপুরা চ্যাপ্টার থেকে জানানো হয়, যে কোনও সময় ভূমিকম্পে কেঁপে উঠবে ত্রিপুরা। তবে এখনও তা হয়নি।
0 Comments