আত্মহত্যার পথ বেছে নিলো সপ্তম পড়ুয়া ছাত্র ঘটনা পানিসাগরে।


IIW : দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি,পানিসাগর :- সপ্তম পড়ুয়া এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা চন্দ্র হালাম পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়। বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টা নাগাদ পানিসাগর থানার অন্তর্গত পূর্ব ডোলুবাড়ি তিন নম্বর ওয়ার্ডের চন্দ্র হলাম পাড়া এডিসি ভিলেজের বাসিন্দা বীরজয় হালামের ছোট ছেলে দয়া সাং হালাম নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত।মৃত কিশোরের মা জানান দয়া শাং এর বেশ রাগ ছিল।তিনি আরো জানান, বেশ কয়েক বছর যাবত প্রায়সই সে আত্মহত্যার কথা বলতো।

ঘটনার সঙ্গে সঙ্গেই পানিসাগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পানিসাগর মর্গে পাঠান। শুক্রবার সকালে দেহ ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Post a Comment

0 Comments