মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে আমন্ত্রণ পেলেন দীপা।


IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে আমন্ত্রণ পেলেন ত্রিপুরার সোনার মেয়ে দীপা কর্মকার। গতকালই দীপার কাছে এসে পৌঁছেছে আমন্ত্রণ পত্র। ডাকযুগে এই আমন্ত্রণপত্র পেয়ে খুশি দীপা। স্বাভাবিকভাবেই অন্য অনুভূতি দীপার। আগামী ১৪ ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রাইসয়ে দেশের এক নম্বর শিল্পপতি মুকেশ নীতা আম্বানির মেয়ের বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠান। এই মেগা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার। দীপাকে বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন মুকেশ নীতা আম্বানি। গত কালই দীপার হাতে মুম্বাই যাওয়ার যাবতীয় ব্যবস্থা সহ পৌঁছে গেছে আমন্ত্রণপত্র। দীপা জানান, এতদিন খেলাধুলার মেগা ইভেন্টে একজন ক্রীড়াবিদ হিসেবে হাজির ছিলেন। এবার আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন এক মেগা বিয়ের অনুষ্ঠানে। জানা গেছে দীপার সঙ্গে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সম্ভবত তার বাবা।

Post a Comment

0 Comments