মাতাবাড়ির দিঘি থেকে কচ্ছপ চুরি করতে গিয়ে ধরা পড়ে দুজন।


IIW: আবির রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- ত্রিপুরা রাজ্যের উদয়পুরে অবস্থিত ত্রিপুরেশ্বরী মন্দির একান্ন শক্তিপীঠের একপিঠ। ত্রিপুরেশ্বরী মন্দির কে ঘিরে ত্রিপুরা রাজ্যের মানুষ অকৃপণ ভক্তি ও শ্রদ্ধায় আবেগপ্রবণ। মন্দির চত্বরে হয় প্রতিদিনই অসংখ্য ভক্ত সমাগম। এমনকি ত্রিপুরার বাইরের ভক্তরা এবং পর্যটকরাও এখানে আসেন প্রতিনিয়ত। মায়ের মুর্তির পাশাপাশি মন্দিরের সামনের দীঘিও আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই দিঘিতে অনেক পুরনো বিশাল আকৃতির মাছ ও কচ্ছপ দেখতে পাওয়া যায় দিঘির ঘাট থেকেই। যেহেতু উদয়পুর এর ত্রিপুরেশ্বরী মন্দির ত্রিপুরা রাজ্যের একটি পর্যটন ক্ষেত্র সেহেতু এখানে নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ সুরক্ষা বাহিনীর নজরদারি ও থাকে দিবা রাত্র। সুরক্ষা বাহিনীর কঠোর নজরদারির ফাঁকেও একদল সমাজ দ্রোহী মাতা বাড়ির দিঘী থেকে প্রায়ই কচ্ছপ চুরি করে নিয়ে যায়। এমনই এক ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোর বেলায়। স্থানীয় জনগণ বৃহস্পতিবার ভোর বেলায় চুরি করতে আসা দুই চোরকে হাতেনাতে ধরে ফেলে। এই ঘটনাকে নিয়ে আজ অবধি মন্দির চত্বরে উত্তেজনা বিরাজ করছে। এত কঠোর সুরক্ষা বেষ্টনী থাকা সত্ত্বেও কিভাবে চোরের দল দিঘী থেকে কচ্ছপ তুলে ফেলল তা নিয়ে প্রশ্ন কিন্তু রয়েই গেল ? বৃহস্পতিবার হাতেনাতে ধরা পড়া দুই চোর কে নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় মন্দির এলাকায়। যদিও পড়ে চোর দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এই ধরনের কার্যকলাপ কে ঘিরে জনমনে ক্ষোভ বিরাজ করছে।

Post a Comment

0 Comments