দশদায় বারো ঘন্টার পথ অবরোধ চলছে ইয়াং ব্রু এসোসিয়েশন ডাকে।


IIW: রুপঙ্কর মগ, নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- পথ অবরোধ। দশদা মহাকুমার অন্তর্গত দশদা স্কুল থেকে সাইকার রোডে সকাল ছয়টা টা থেকে শুরু হয় পথ অবরোধ, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বারো ঘণ্টার এই পথ অবরোধে এলাকাবাসী এবং ওআই বি এ যৌথভাবে অংশগ্রহণ করে। এছাড়াও চারটি এ ডি সি ভিলেজের লোকজন, উত্তর তৈসামা, দক্ষিণ তৈসামা, দশমনি, এসকে সেরমুন এডিসি ভিলেজের লোকজন অংশগ্রহণ করে। গ্রামের রাস্তা, জল ও বিদ্যুতের দাবি সহ মোট পাঁচটি দাবি নিয়ে আয়োজিত হয় আজকের এই অবরোধ অভিযান। কাঞ্চনপুর সাব ডিভিশন এর এসডিএম সাহেবের কাছে তারা রাস্তা জল ও বিদ্যুতের সমস্যার জন্য এক দাবি সনদ পেশ করে। এতে উল্লেখ্য আছে রাস্তার করুণ দশার জন্য তারা এ রাস্তা দিয়ে আসা-যাওয়া এমনকি রোগীদের আনা-নেওয়া পর্যন্ত করতে পারছেন না। এছাড়া পানীয় জলের সমস্যা এবং বিদ্যুতের ভীষণ সমস্যা। এছাড়াও বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তাদের জীবন যাপন করতে হচ্ছে। এসডিএম সাহেবের নির্দেশে অবরোধ স্থলে এসেছেন পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার বিভাশ রঞ্জন নাথ, দেবপ্রিয় সিনহা, রিপন চাকমা এবং কাঞ্চনপুর থানার পুলিশ। এরপর অবরোধকারীদের সঙ্গে তারা যৌথ আলোচনায় বসেছেন যাতে অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধকারীরা দাবি করেছেন তাদের সমস্যা গুলি যদি খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হয় তাহলে তারা অবরোধ তুলে দেবেন। আর যদি তাদের সমস্যা নিরসন না হয় তাহলে তারা ভবিষ্যতে আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হবেন।

Post a Comment

0 Comments