কামেশ্বর ইয়ুথ জেনারেশন ক্লাবের এম্বুলেন্স থেকে মিললো ১৭০ কেজি গাঁজা।


IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- অভিনব কায়দায় গাঁজা পাচার, তাও রোগী বহনকারী এম্বুলেন্সে করে। নম্বরবিহীন এম্বুলেন্স থেকে উদ্ধার হল ১৭০ কেজি গাঁজা। ঘটনার বিবরণে প্রকাশ, ধর্মনগর থানা এলাকার দক্ষিণ হুরুয়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় সকাল থেকে একটি এম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তা দেখতে পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ছুটে আসেন থানার ওসি বেনুমাধব দে ও এসআই বি কে দেববর্মা। নম্বরবিহীন এম্বুলেন্স টিতে তল্লাশি চালিয়ে ১৭ প্যাকেট গাজা মিলেছে। প্রতি প্যাকেটে দশ কেজি করে মোট ১৭০ কেজি গাঁজা পাওয়া গেছে। বর্তমানে ধর্মনগর থানার পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এম্বুলেন্স এর গায় ইয়ুথ জেনারেশন ক্লাবের নাম লেখা আছে। ক্লাবের ঠিকানা হচ্ছে ধর্মনগরের কামেশ্বর এলাকায়। রোগী বহনকারী এম্বুলেন্সে গাঁজা মিলেছে এমন খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ধর্মনগর এলাকায়।

Post a Comment

0 Comments