অতিরিক্ত পণ্য বোঝাই, সাত সকালে কৈলাসহর সেন্ট্রাল রোডে উল্টে গেল কমলা বোঝাই ট্রাক।




IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- অল্পের জন্য রক্ষা পেল পথচলতি মানুষ সহ ছোট যানবাহন। সাত সকালে শহরের সবথেকে ব্যস্ততম রাস্তা সেন্ট্রাল রোডে উল্টে যায় টিআর ০২ এ ১৫৮৮ নম্বরের কমলা বোঝাই একটি ট্রাক। অতিরিক্ত পণ্য পরিবহনের জন্য দুর্ঘটনাগ্রস্ত হয়ে বলে পুলিশের প্রাথমিক ধারণা। আহত গাড়ি চালককে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায়শই মাত্রাতিরিক্ত পণ্য পরিবহন করছে বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও যাত্রী পরিবহন গাড়ি। কিন্তু, ট্রাফিক বিভাগ ও পুলিশ অতিরিক্ত পণ্য পরিবহন সহ যাত্রী পরিবহনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। দীর্ঘদিন থেকেই ভারতের পাঞ্জাব, মহারাষ্ট্র, জম্বু ও কাশ্মীর, এবং হিমাচল শহরের বিভিন্ন রাজ্যে উৎপাদিত আপেল ও কমলা ত্রিপুরার কৈলাসহরে স্থলবন্দর হয়ে বাংলাদেশ যাচ্ছে। ফলে স্থানীয় শ্রমিক ও ছোট গাড়ি চালকরা উপকৃত হচ্ছে। কিন্তু, কিছু কিছু গাড়িচালকের অতিরিক্ত লোভের কারণে দুর্ঘটনা ঘটছে প্রায়ই। সাধারণ মানুষ চাইছে পুলিশ ও ট্রাফিক দপ্তর নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক। দুর্ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করেছে।

Post a Comment

0 Comments