অফিস চলাকালীন সময়েই ভেঙে পড়ল কৈলাসহর এস ডি এম অফিস এর রাজস্ব বিভাগের ঘরের ছাদ।



IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- অল্পের জন্য রক্ষা পেল কৈলাসহরের এসডিএম অফিসের কর্মীরা। এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারত। অফিস চলাকালীন সময়ে দুপুর দুটো নাগাদ এসডিএম অফিসের রাজস্ব বিভাগের ঘরের ছাদ ভেঙে পড়ে। তখন ঘরের ভেতরে দুজন মহিলা কর্মীসহ মোট ছয় জন কর্মচারী কাজ করছিলেন। হঠাৎ ঘরের ছাদ ভেঙ্গে যাওয়ায় তিন জন কর্মী আহত হন। শ্রবণা চন্দ নামে এক মহিলা কর্মচারীর আঘাত গুরুতর হওয়ায় কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। কৈলাশহর এসডিএম অফিস বিল্ডিং এর বয়স প্রায় ৬০ বছর। কোন ধরনের সারাই বা মেরামত করা হয়নি আজ অব্দি। রাজস্ব বিভাগের ঘরে আজ এই ঘটনা ঘটেছে, খুব শীঘ্রই যদি অফিসের অন্যান্য ঘরের ছাদ ও দেয়াল সারাই না করা হয় তাহলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এসডিএম সাহেবের রুম সহ সবগুলি রুমের ছাদ ভেঙে ঝুলে রয়েছে। আর যখন অফিসের ভেতরে ছাদ ভাঙ্গে তখন এসডিএম সহ অন্যান্য আধিকারিকরা ব্যস্ত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন পত্র জমা নিয়ে। তাই এসডিএম সাহেবের প্রতিক্রিয়া আমাদের সংবাদ প্রতিনিধি নিতে পারেননি। দুর্ঘটনা ঘটার পর ডিসিএম অরিন্দম দাস মহাশয় সঙ্গে সঙ্গে শ্রবণা চন্দকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। অফিস বাড়ির এরকম অবস্থার দরুন দপ্তরের সব কর্মচারীরাই আতঙ্কগ্রস্থ।

Post a Comment

0 Comments