IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহর পুর পরিষদের ছয়টি আসনে উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়নপত্র জমা দিল। মঙ্গলবার কৈলাসহরের এসডিএম বিশাল কুমারের নিকট দুপুর ২ ঘটিকায় মনোনয়নপত্র জমা দেয় তৃণমূল। তবে ছয়টি আসনের মধ্যে একটি আসনেই প্রার্থী দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষে জয়শ্রী ভট্টাচার্য্য মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র জমা দেবার সময় প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল কবির, বিদ্যুৎ দেব সহ আরো অনেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থী জয়শ্রী ভট্টাচার্য্য বলেন উনি আশাবাদী পাঁচ নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে যদি ভোট হয় তাহলে চতুর্মুখী লড়াইয়ের মধ্যেও উনি জয়লাভ করবেন। তৃণমূল কংগ্রেস নেতা বিদ্যুৎ দেব বলেন, ছয়টি আসনেই প্রার্থী দেওয়ার কথা ছিল কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে ভয়-ভীতি দেখানোর ফলে প্রার্থীরা মনোনয়ন জমা দেননি। তবে একটি আসনেই প্রার্থী জয়লাভ করে প্রদীপের আলোর মত এ রাজ্যের দিশারী হবে কৈলাসহর।
0 Comments