IIW: নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- ঢাকে কাঠি পড়েছে, আরেকটা ভোট উৎসবের জন্য তৈরি হয়ে গেছে রাজ্য। রাজ্যের ১৫৮ টি আসনে নগর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত গুলির উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী বাইশে ডিসেম্বর। পানিসাগর নগর এলাকায় মোট এগার হাজার লোক সংখ্যার মধ্যে ভোটারের সংখ্যা প্রায় পাঁচ হাজার পাঁচশ এর বেশি। মোট এগার টি ওয়ার্ডে হবে এই উপনির্বাচন। ছয়টি মহিলা ও পাঁচটি পুরুষ আসন বিশিষ্ট নির্বাচনে শাসক দল বিজেপি ও সিপিএম মোট এগারটি ওয়ার্ডেই প্রার্থী মনোনয়ন করেছেন। তবে নির্বাচনী দৌড়ে আইএনসি অর্থাৎ কংগ্রেস পার্টি সাতটি আসনে প্রার্থী দিয়ে সীমাবদ্ধ রয়েছেন। যার ফলে পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনে ত্রিমুখী লড়াই যেমনটা হবার সম্ভাবনা ছিল তা প্রায় শেষ। তবে সিপিআইএম এবং বিজেপি কোন দলই নিজেদের জমি ছাড়তে নারাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। বিগত ২৯ শে নভেম্বর থেকে চলছিল এই মনোনয়ন জমা দেওয়ার পড়ব। কিন্তু গতকাল অন্তিম দিনে শাসক দল বিজেপির বিরুদ্ধে মনোনয়ন চলাকালীন নির্বাচনী আচরণবিধি লংঘন করার অভিযোগ উঠল। যদিও এই ধরনের ঘটনা নতুন নয়, বিগত বিধানসভা নির্বাচনে সিপিআইএম, বিজেপি, আইএনসি সবাই মনোনয়ন পেশ করার সময় দলীয় প্রতীক চিহ্ন সম্বলিত প্রচার সজ্জা ব্যবহার করেছিল। তবে আজ আংশিক বিধি লঙ্ঘিত হলেও পরবর্তীতে দলের উপদেষ্টাদের হস্তক্ষেপে তা নিরসন হয়। এক নম্বর ওয়ার্ডের প্রার্থী স্মৃতি রানী দত্ত স্বদলীয় চিহ্ন সম্বলিত উত্তরীয় নিয়ে মনোনয়ন পেশ করতে যান। সেটা ছিল নির্বাচন বহির্ভূত কার্যকলাপ। যাই হোক সব মিলিয়ে আসন্ন উপনির্বাচন পানিসাগর এলাকাবাসীর ভাগ্য নির্ধারণে বিশেষ ভূমিকা নেবে। তাই চলছে উৎসবের মেজাজে প্রস্তুতিও।
0 Comments