ধর্মনগর চুরাইবাড়ি পুলিশের হাতে আটক দুই কুখ্যাত চুর।


IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- পুলিশের হাতে আটক দুই কুখ্যাত চুর। দীর্ঘদিন ধরেই চুরাইবাড়ি সহ গোটা উত্তর জেলাতে একের পর এক চুরি, ডাকাতি, অপহরণ প্রভৃতি সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত দুই কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে চুড়াইবাড়ি থানার পুলিশ। কবির হোসেন(২৩) পিতা হাকিম আলী, বাড়ি উত্তর ফুলবাড়ি পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে। অপরজন নাজিম উদ্দিন (২০) একই পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পিতা কুটুচান্দ মিয়া। মাত্র তেইশ বছর বয়সে কবির হোসেন ধর্ষণ, অপহরণ ও চুরি এই তিনটি ঘটনায় জড়িত হয়। চুরাইবাড়ি থানায় পৃথক পৃথকভাবে তিনটি মামলা তার বিরুদ্ধে রয়েছে। প্রথমে চলতি বছরের এপ্রিল মাসের তিন তারিখ নাবালিকা মেয়েকে জোর করে অপহরণ ও ধর্ষণ মামলায় জড়িত হয়। মামলা নম্বর ৫১/১৮ আন্ডার সেকশন ৩৬৬(এ)/৩৭৬ আইপিসি ৪০ পক্সো এক্ট। এর দু'মাসের মাথায় আবারো একই থানায় মামলা রয়েছে সিআরবিপিএস/১৮ আন্ডার সেকশন ৩৮০/৪৫৭ আইপিসি। এবং অবশেষে ২৮/৯/১৮ তারিখে কয়েকটি বাড়িতে চুরি ও স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগে আবারও তার বিরুদ্ধে চুড়াইবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ২৮/১৮ আন্ডার সেকশন ৩৮০/৪১১/৩৪ আইপিসি। অপরদিকে নাজিম উদ্দিন সেও কুখ্যাত চুরি ও ডাকাতির সাথে জড়িত থাকায় চুরাইবাড়ি থানাতে মামলা রয়েছে যার নম্বর ৫২/১৮, আন্ডার সেকশন ৪৫৭/৩৮০/৪১১/৩৪ আইপিসি তারিখ, ০৩/১০/১৮। এভাবে পরপর ঘটনা কারী দুই কুখ্যাত চোর ঘটনার পরেই ব্যাঙ্গালুডুরে পালিয়ে যায়। অনেক দিন সেখানে অবস্থান করে অবশেষে বাড়িতে ফিরে আসে। কবির হোসেনের সঙ্গের আরেক চোর ফুলবাড়িতে পরপর তিনটি বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ মোবাইল, ফ্রিজ, নগদ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।তখন অবশ্য তার সঙ্গে থাকা চুরটিকে গভীর রাতে এলাকাবাসী ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। তখন চতুর কবির হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত সেই চুরের বয়ান ধরে কবিরের  বাড়ি থেকে চুরি করে নেওয়া সামগ্রীসহ টাকা উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। তখন ঘটনা বেগতিক দেখে কবির ব্যাঙ্গালুডুতে পালিয়ে যায় , এখন পরিস্থিতি অনেকটা ঠান্ডা হয়ে যাবার পর সে পুনরায় নিজ বাড়িতে ফিরে আসে। পুলিশ ও পিছু হটতে রাজি নয়। তাই গতকাল গভীর রাতে উত্তর ফুলবাড়ী এলাকায় হানা দিয়ে পলাতক দুই চুরকে পাকড়াও করতে সক্ষম হয়। অবশ্য এদের আরো বড় ধরনের চক্র রয়েছে বলে পুলিশের অনুমান। এদের জিজ্ঞাসাবাদের পর আরো অনেক নতুন তথ্য বেরিয়ে আসবে। আপাতত দুজনকে আজ ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments