IIW: দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- " বি দা সলিউশন, টু সয়েল পলিউশন " এই স্লোগানকে সামনে রেখে পানিসাগর কৃষিবিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৮। উক্ত মহতী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন এলাকার বিধায়ক শ্রীযুক্ত বিনয় ভূষণ দাস মহাশয়। সভাপতিত্ব করেন উপ্তাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীযুক্ত করুণাসিন্ধু গোস্বামী মহাশয়। উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্রের প্রিন্সিপাল বিজ্ঞানী অনুপ দাস মহাশয়, ডিডিএইচ উত্তর ত্রিপুরা শ্রীযুক্ত বিমান কৃষ্ণ দে মহাশয়, ডিডিএইচ উত্তর ত্রিপুরা শ্রীযুক্ত পরীক্ষিত রায় মহাশয়, সিনিয়র সাইন্টিস্ট পানিসাগর কে ভি কে শ্রীযুক্ত অভিজিৎ দেবনাথ মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য পদাধিকারী গণ। উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করে। মাটির উর্বরতা এবং দূষণমুক্ত রাখতে ও অধিক ফসল ফলানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। উচ্চ মানের বীজ, কৃষির জন্য চুন ও মাটি পরীক্ষার কার্ড বিতরণ করা হয়। জাতীয় মৃত্তিকা দিবসকে কেন্দ্র করে গোটা উত্তর জেলায় কৃষকদের মধ্যে উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়।
0 Comments