কৈলাসহর পুর পরিষদের উপ নির্বাচনে সবকটি আসনেই প্রার্থী দিল কংগ্রেস।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহর পুর পরিষদের মোট পনেরটি আসনের মধ্যে ছয়টি আসনে উপনির্বাচন হচ্ছে। মঙ্গলবার দুপুরে কংগ্রেস দলের পক্ষে ছয়টি আসনেই প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়া হয় এসডিএম বিশাল কুমারের নিকট। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে শহরের জেলা কংগ্রেস ভবন থেকে সুসজ্জিত বর্ণাঢ্য এক মিছিল বের হয় যা কিনা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এসডিএম অফিসের সামনে এসে দাঁড়ায়। মনোনয়ন পত্র জমা দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী বিরজিত সিনহা বলেন, উপ নির্বাচনে ছয়টি আসনেই কংগ্রেস প্রার্থীরা জয়ী হবেন। কারণ বিগত আট মাসে এই শহরের মানুষ জোট সরকারের ওপর অতিষ্ঠ হয়ে গেছেন। তাছাড়া শহর এলাকায় টুয়েপ বন্ধ। গরিব মানুষরা ভাতা পাচ্ছেন না। আজকের মিছিলে বিরজিত সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ আরো অনেকে। যে ছয়টি আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে সেগুলি হল তিন নম্বর ওয়ার্ডে কল্পনা ভট্টাচার্য, পাঁচ নং ওয়ার্ডে সাধনা মালাকার, সাত নম্বর ওয়ার্ডে নির্মল মালাকার, দশ নম্বর ওয়ার্ডে রিঙ্কি গোপ, বারো নম্বর ওয়ার্ডে ঋষিকেশ দাস, এবং চৌদ্দ নম্বর ওয়ার্ডে পৌলোমী মালাকার। উপ নির্বাচনের সব কয়টি আসনে কংগ্রেস দলের প্রার্থীরা জয়ী হবেন বলে তাদের বিশ্বাস।

Post a Comment

0 Comments