পাহাড় প্রমাণ দুর্নীতি কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে লক্ষীপুর পঞ্চায়েতে।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- সীমাহীন দূর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীনে লক্ষীপুর পঞ্চায়েত। পঞ্চায়েতের প্রধান ও সেক্রেটারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় জনতারা। সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতে বিজেপি সমর্থকদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না বলে খবরে প্রকাশ। বর্তমানে বিভিন্ন সামাজিক ভাতার ভেরিফিকেশন হচ্ছে পঞ্চায়েত থেকে। সিপিএম দ্বারা কাউকে আর ও আর দিচ্ছে না, প্রধান সই করছে না। চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারন মানুষ। তাছাড়া আর ও আর  সহ সরকারী ঘরে জিও-টেগিং এর নামে ও চলছে দুর্নীতি। লক্ষ্মীপুর পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রমিলা নামঃ (বয়স ৭৫ ) স্বামী মারা গেছেন বিশ বছর আগে, এক ছেলে সেও মারা গেছে দশ বছর আগে। রেশন কার্ডে একজন, অথচ পঞ্চায়েতের আরওআর খাতায় গ্রামেরই আশা নমঃ ও বিজয় নমঃ এর নাম নথিভুক্ত করে বি পি এল কার্ডের সুযোগ পাইয়ে দিচ্ছে। ৭৫ বছরের বৃদ্ধা এক মাস ধরে আরো আর পাচ্ছে না, বিভিন্ন অজুহাতে প্রধান সাহেব স্বাক্ষর করছেন না। ফলে নির্দিষ্ট তারিখে ভাতার কাগজ ভেরিফিকেশন করতে পারবেন না। বিজেপি সমর্থকরা আরওআরে প্রধানের স্বাক্ষর আনতে গেলে পঞ্চায়েতে আক্রান্ত হচ্ছেন। এ ব্যাপারে কৈলাসহর থানায় মামলা পাল্টা মামলা ও হয়েছে। লক্ষ্মীপুর পঞ্চায়েতের প্রধান গায়ত্রী মালাকার সেক্রেটারি আবদুল গফফর তাদের বিরুদ্ধে প্রমিলা নমঃ, সত্যব্রত মালাকার সহ দুই নম্বর ওয়ার্ডের বহু মানুষ অভিযোগ তুলেছেন।

Post a Comment

0 Comments