IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই উপলক্ষে রাজ্যব্যাপী বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার পাশাপাশি উত্তরের কদমতলা ব্লকেও একইভাবে পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। কদমতলা ব্লকের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের নিয়ে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। মোট ১৮ টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উল্লেখযোগ্য, ছেলে ও মেয়েদের মধ্যে দৌড়, ক্রিকেট বল থ্রো ,বসে আঁকো, এবং ঝুড়িতে বল ফেলা প্রতিযোগিতা সহ আরো অন্যান্য ইভেন্ট। এতে ব্যাপক অংশের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্বাভাবিক ছাত্র-ছাত্রীদের থেকে কোন অংশে পিছিয়ে নেই প্রতিবন্ধী ছাত্ররা। আজকের এই ক্রিড়া প্রতিযোগিতার আসরে এরই প্রমাণ পাওয়া যায়। কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পি আই মনীষ পুরকায়স্থ আজকের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রধান অতিথি হিসাবে ব্লক আধিকারিক বৈজয়ন্ত দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
0 Comments