IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহর ইরানী থানার অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মানিক মিয়ার ছেলে বেলাল মিয়ার স্ত্রী আলিজা বেগম গত ২১ শে নভেম্বর নিজ বাড়িতেই দিনের বেলায় ঘরের ভেতর ফাঁসি দিয়ে মারা গিয়েছিলেন। প্রায় ১৫ দিন পর ইরানি থানার পুলিশ বেলাল কে গ্রেপ্তার করে। পুলিশ গতকাল গভীর রাতে বেলালকে গ্রেপ্তার করে থানায় আনে। আজ বেলালকে কৈলাসহর সিজেএম কোর্টে প্রেরণ করে। গত প্রায় সাত বছর পূর্বে কুমারঘাট এর সোনাইমুড়ী এলাকার বাসিন্দা সুয়াগ মিয়ার মেয়ে আলিজা বেগমের সাথে বেলালের প্রেমের বিয়ে হয়েছিল। আলিজার মৃত্যুর পর আলিজার বাবা সোহাগ মিয়া ২১ নভেম্বর ইরানি থানায় বেলাল সহ বেলালের মা-বাবা ৩ জনের নামে এফআইআর করেছিলেন। সুয়াগ মিয়ার অভিযোগ বেলাল নিজেই আলিজা কে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। ২২ নভেম্বর ইরানি থানার পুলিশ অফিসার মিডিয়ার সামনে বলেছিলেন যে পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু আজ ইরানি থানার পুলিশ অফিসার জয়নাল হোসেন মিডিয়ার সামনে বলেন আলিজার মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্ট পুলিশের কাছে এখনো আসেনি। তাহলে পুলিশ কি অন্যান্য তদন্তে বেলাল জড়িত রয়েছে বলেই বেলাল কে গ্রেপ্তার করেছে ???
0 Comments