আজকের দিনে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল, আবার আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন আম্বেদকর। তাই এই দিনটিকে সংহতি দিবস হিসেবে কৈলাসহরেও পালন করা হয়।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- অল ইন্ডিয়া পিপলস ফোরামের উদ্যোগে কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ডে আজ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ফোরামের রাজ্য কমিটির সদস্য জয়দীপ রায়, জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ শীল শর্মা, গৌরাঙ্গ দেবনাথ সহ আরো অনেকে। আজকের এই সভা বেলা এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলে। সভা চলাকালীন জয়দীপ রায় মিডিয়ার প্রতিনিধিদের সামনে বলেন, ১৯৯২ সালের আজকের দিনটিতেই বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল। এরপর থেকেই ফোরামের পক্ষ থেকে ৬ ডিসেম্বর দিনটিকে ভারতবর্ষের কালো দিন হিসেবে আখ্যায়িত করা হয়। একই সঙ্গে ৬ ডিসেম্বর আম্বেদকর এর প্রয়াণ দিবস হওয়াতে ফোরামের পক্ষ থেকে সারা দেশে আজ সংহতি দিবস পালন করা হচ্ছে। তাই আজ সারাদেশের সঙ্গে কৈলাসহরেও ঊনকোটি জেলা ভিত্তিক সংহতি সভা করা হচ্ছে। সভায় প্রত্যেক বক্তারা বর্তমান বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন।

Post a Comment

0 Comments