IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- পনেরো আসন বিশিষ্ট কৈলাসহর পুর পরিষদের ছয়টি আসনে উপনির্বাচন হবে। উপ নির্বাচনকে কেন্দ্র করে ছয়টির মধ্যে পাঁচটি আসনে ত্রিমুখী লড়াই হচ্ছে। শুধুমাত্র পাঁচ নম্বর ওয়ার্ডে কংগ্রেস, সিপিআইএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়ায় ওই একটি আসন এই চতুর্মুখি লড়াই হচ্ছে। প্রত্যেক দলের প্রার্থীরা প্রতিদিন সকালে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। ইতিমধ্যে পুর পরিষদের তিন নম্বর আসনে বিজেপি প্রার্থীর প্রচারে প্রকাশ্য জনসভা করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। আজ সকালে পুর পরিষদের দুর্গাপুর এলাকায় চৌদ্দ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অনিমা মালাকারকে সঙ্গে নিয়ে রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যান টিংকু রায় মানুষের বাড়ি বাড়ি যান। টিংকু রায়ের সঙ্গে ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নিতিশ দে সহ আরো অনেকে। টিংকু রায় বলেন, সাধারণ মানুষের ভালোই সাড়া পাচ্ছেন তারা। কৈলাসহর পুর পরিষদের উপ-নির্বাচনে ছয়টি আসনেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে। তিনি কংগ্রেস সিপিআইএম কাউকে বিজেপি দলের প্রতিপক্ষ হিসেবে মানছেন না। টিংকু রায় বুধবার থেকে কৈলাসহর রয়েছেন। গত কাল বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দলীয় সভা করেন, আজকেও কৈলাসহরে অনেক দলীয় সভায় বক্তব্য রাখবেন বলে জানা যায়।
0 Comments