IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাশহর :- ৫৩ কৈলাশহর বিধানসভা কেন্দ্রের আটত্রিশ (৩৮) নং বুথের বুথ কমিটি এক সাংবাদিক সম্মেলন করে বুথ অফিসেই। আটত্রিশ নং বুথটি কৈলাশহর শহরের কাচেরঘাট এলাকায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত দলের ৩৮ নং বুথ কমিঠির সভাপতি জয়দ্বীপ দাস বুথের সাধারণ সম্পাদক অনুপম পাল (বাবন ) সহ আরো অনেকে। সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক অনুপম পাল (বাবন) বলেন গত আটাশ ডিসেম্বর কৈলাশহর পুর পরিষদের উপ নির্বাচনের সব আসনেই বি.জে.পি দল জয়ী হবার পর রাএি বারোটার সময় রবিন দেব নামে এক ব্যাক্তি আমাদের বুথ কমিটির সভাপতি জয়দ্বীপ দাসের ছবি দিয়ে কুরুচিকর অশ্লীল মন্থব্য করে সোশ্যাল মিডিয়াতে অর্থ্যাৎ ফেইসবুকে, এরপর দলের তরফ থেকে রবিন দাসের একাউন্ট তল্লাসী শুরু হলে দেখা যায় যে, রবিন দেবের ফেসবুকের পেইজে ০৮৮৩৭৩১০৭৬১ এই মোবাইল নম্বরটি রয়েছে। নম্বরটি তল্লাসী করে দেখা যায় যে নম্বরটি অসীম দেবের নামে রেজিস্ট্রি করা। দলের পক্ষ থেকে অসীম দেবের খোঁজ নিয়ে দেখা জানা যায় যে অসীম দেবের বাড়ি কৈলাশহরের চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের হালাইরপাড় গ্রামে অবস্থিত। অসীম দেব পেশায় সরকারি বিজ্ঞান শিক্ষক। কৈলাশহর মহকুমার অধীনে এক সরকরি স্কুলে কর্মরত। অনুপম পাল আরোও বলেন যে গত ত্রিশ ডিসেম্বর বুথ সভাপতি জয়দ্বীপ দাস সমস্ত তথ্য দিয়ে শিক্ষক অসীম দেবের বিরুদ্ধে থানায় লিখিত মামলা করেছে। কিন্তু আজ অব্দি পুলিশ শিক্ষক অসীম দেব কে গ্রেপ্তার করেনি। অনুপম পাল পুলিশের বিরুদ্ধে হুংকার দিয়ে বলেন যে, আগামী কিছু দিনের মধ্যে যদি পুলিশ অসীম দেবকে গ্রেপ্তার না করে বি.জে.পি দলের পক্ষ থেকে কৈলাশহর থানা ঘেরাও করা হবে। এছাড়াও অনুপম বলেন শিক্ষক অসীম দেব সিপিআইএম দলের কর্মী, বিশেষ করে শিক্ষক অসীম দেব সিপিআইএম দলের কর্মচারী সংগঠনের সক্রিয় সদস্য। এই অসীম দেব শুধুমাত্র ৩৮ নং বুথ কমিটির সভাপতি জয়দ্বীপ দাসের বিরুদ্ধেই নয়, রাজ্যে বি.জে.পি সরকার প্রতিষ্টিত হবার পর থেকে শিক্ষক অসীম দেব ফেসবুকে রবিন দেব নাম দিয়ে পেইজ খুলে কৈলাশহর এবং চন্ডীপুর বিধসনসভা কেন্দ্রের অনেক বি.জে.পি নেতার ছবি দিয়ে বাজে খুব অশ্লীল পোস্ট করেছে অনেকদিন। ২০১৮ সালের বিধানসভা ভোটে কৈলাশহর কেন্দ্রের বি.জে.পি প্রার্থী নীতিশ দে, চন্ডীপুর মন্ডলের সভাপতি শ্যামল দাসের ছবি দিয়েও অশ্লীল পোস্ট করেছে বলেও জানায় অনুপম পাল। কৈলাশহর থানার বড় বাবু সৌগত চাকমা বর্তমানে ছুটিতে থাকায় থানার ভারপ্রাপ্ত বড় বাবু নারায়ণ দেবকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উনি বলেন যে, পুলিশ ২ দিন অসীম দেবের বাড়িতে গিয়ে অসীমকে পায় নি। অসীম দেব বর্তমানে পলাতক রয়েছে। তবে পুলিশ অসীমকে গ্রেপ্তার করতে নানান কৌশল হাতে নিয়েছে। খুব শীগ্রই শিক্ষক অসীম দেব গ্রেপ্তার হবে বলে নারায়ণ বাবু জানান।
0 Comments