দুর্গা চৌমুহনী এলাকা থেকে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার।


IIW : আগরতলা :- রাজধানীর দুর্গা চৌমুহনী এলাকা থেকে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকালে রাজধানী দুর্গা চৌমুহনী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক নবজাতক শিশুর মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। সাথে সাথে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। জানা গেছে, কি কারণে শিশুটিকে কে বা কারা শিশুটিকে এভাবে মেরে ফেলে চলে যায় সে বিষয়ে পুলিশ এখনো স্পষ্ট কিছু জানাতে পারেনি। তাছাড়া শিশুটির পরিচয় সম্বন্ধেও পুলিশ কিছু জানায়নি। তবে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।

Post a Comment

0 Comments