বনধকে কেন্দ্র করে জিরানিয়া মাধববাড়ি এলাকায় আইপিএফটির পথ অবরোধ।


IIW : আগরতলা :- বনধকে কেন্দ্র করে জিরানিয়া মাধববাড়ি বাস টার্মিনাল এলাকায় আইপিএফটির পথ অবরোধ। জানা গেছে, নেসোর ডাকা মঙ্গলবার উত্তরপূর্বাঞ্চল বনধকে কেন্দ্র করে সকাল থেকেই জিরানিয়া মাধববাড়ি বাস টার্মিনাল এলাকায় আইপিএফটির কর্মীরা পথ অবরোধ করে দিয়েছে। জানা গেছে, এই অবরোধের ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। উভয়দিক দিয়ে কোন যানবাহন আসতে পারছে না। জানা গেছে, এই অবরোধের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments