কৈলাশহরের সপ্তম শ্রেণীর ছাত্র জলিল উদ্দিন এখনো ঘরে ফেরেনি, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন


IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাশহর :- কৈলাশহর ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এর বাসিন্দা আশিক আলীর ১৩ বছরের ছেলে জলিল উদ্দিন গত ২১ ডিসেম্বর সকাল ১০ টায় নিজ বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়ি থেকে জল আনতে গিয়ে আজ পর্যন্ত নিখোঁজ রয়েছে। জলিল উদ্দিন কৈলাশহরের বিমল সিনহা ইংরেজি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। জলিল মেধাবী ছাত্র হিসাবেই এলাকায় পরিচিত ছিল। জলিল এর বাবা আশিক আলী দিন মজুর। ২১ ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর দুপুরেই আশিক আলী কৈলাশহর থানায় মামলা করেছিল, কিন্তু থানা ২ দিন পর মামলা টি রেজিস্ট্রি করে। আজ অব্দি থানার পুলিশ বাবুরা কোনো পদক্ষেপ নেয় নি বলে জানান আশিক আলী, এছাড়াও আশিক জানান, উনার ছেলেকে উনার শশুর বাড়ির লোকজনই কিডন্যাপ করেছে বলে উনার ধারণা। কারণ উনার সম্পদ নিয়ে শশুর বাড়ির সাথে পারিবারিক ঝামেলা রয়েছে প্রায় দুবছর ধরে। প্রায় ১ বছর পূর্বে উনার মেয়েকেও শশুর বাড়ির লোকরা লুকিয়ে রেখেছিলো। তাই আশিক আলী উনার শাশুড়ি জুহুরা বিবি এবং উনার শালী রুকিয়া বেগম সহ মোট ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। কিন্তু তারপরও আজ অব্দি পুলিশ কাউকে আটক কিংবা কোনো জিজ্ঞাসাবাদই করেন নি। উল্টো শশুর বাড়ির  লোকজন আশিক আলীকে প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আশিক আলী ভয়ে নিজ বাড়িতেও থাকতে পারছে না। বর্তমানে আশিক আলী ঘর ছাড়া। পুলিশের ভূমিকায় অসন্তোষ হয়ে আশিক আলী  ছাব্বিশ ডিসেম্বর ঊনকোটি জেলার পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ করে কিন্তু তারপরও আজ পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ধরনের সাহায্য কিংবা আশ্বাস পায় নি আশিক আলী।

Post a Comment

0 Comments