রাজ্যের শ্রেষ্ঠ আইন সেবক হিসাবে পুরস্কৃত হলেন গোপীকা কান্ত দত্ত।


IIW : বিগত ১৫ই ডিসেম্বর ২০১৮ইং জাতীয় আইন সেবা কর্তৃপক্ষ নতুন দিল্লী কতৃক রাজ্যের শ্রেষ্ঠ আইন সেবক হিসাবে পুরস্কৃত হলেন উওর ত্রিপুরা জেলার শ্রীপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী গোপীকা কান্ত দত্ত।  তিনি বিগত ২০১৩ সাল থেকে মহকুমা আইন সেবা কতৃপক্ষ ধর্মনগর এর অধিনে সমাজ সেবা ও বিনামুল্যে আইনি পরিষেবার কাজ করে আসছেন। গতকাল ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের মাননীয় সদস্য সচিব আশুতোষ পান্ডে শংসা পত্রটি গোপীকা কান্ত দত্তের হাতে তুলে দেন।

Post a Comment

0 Comments