শিলচর - আগরতলা গামী ট্রেন থেকে লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ধর্মনগর গোয়েন্দা শাখার পুলিশ এবং চুড়াইবাড়ি থানার পুলিশ একত্রে চুড়াইবাড়ি রেলস্টেশন থেকে শিলচর - আগরতলা গামী ট্রেনে চেপে তল্লাশি শুরু করে বিভিন্ন কামরায়। তল্লাশির পর সেখান থেকে ১৯ টি ব্যাগ এস্ক কফ নামক কফ সিরাপ উদ্ধার করে। প্রায় দুই হাজার বোতল এর উপরে হবে ১৯ টি ব্যাগে ভরাট করা ছিল। পাশাপাশি এ ব্যাগগুলো বহনকারী দের মধ্যে একজন পুলিশের জালে ধরা পড়ে। তার বাড়ি আসামের পাথারকান্দি এলাকাতে। নাম জয়নুল হক বয়স ২২ বছর সে জানায় সে দীর্ঘদিন ধরে ব্যাগ বহন করে নিয়ে আগরতলা যাচ্ছে এবং দুই হাজার টাকা করে সে পায়। আজ তার সাথে আরো চারজন ছিল কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এই এস্ক কফ এর বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকার উপরে বলে জানিয়েছেন ডিএসপি ডি আই বি। অপরদিকে আর পি এফ শিলচর - আগরতলা গামী প্যাসেঞ্জার ট্রেন থেকে ২১০ বোতল এস্ক কফ উদ্ধার করে। আর পি এফ এর ওসি মিস্টার দেববর্মা জানান তারা গত কিছুদিন আগে ২০০-৩০০ বোতল এরকম এস্ক কফ সিরাপ উদ্ধার করেছে ট্রেন থেকে। কিন্তু কাউকে ধরতে পারেনি। তবে আজ ধর্মনগর গোয়েন্দা বিভাগ এবং চুড়াইবাড়ি পুলিশের যৌথ অভিযানে বিশাল সাফল্য অর্জন করতে পেরেছে।

Post a Comment

0 Comments