মিলন সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্টিত হয় রক্তদান শিবির।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- রবিবার ধর্মনগরের ইচাই নতুন বাজার মিলন সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্টিত হয় রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুব্রত কুমার দাস। উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের medical superintendent সুভাষ বরুয়া, কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী। সমাজ সেবী কাজল দাস সহ বিশিষ্ট জনেরা। এই রক্ত দান শিবিরে পুরুষ এবং মহিলা মিলিয়ে ৮০ জন রক্ত দান করেন।

Post a Comment

0 Comments