IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ফের যাত্রীবাহী ট্রেন থেকে উদ্ধার হল নেশা সামগ্রী। শিলচর আগরতলা যাত্রীবাহী ট্রেন থেকে তল্লাশি চালিয়ে রেলওয়ে পুলিশ ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে যার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা। নদিয়া পুর এলাকায় ট্রেনটি আসার সময় রেলওয়ে পুলিশ একটি কামরায় তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ এর মধ্যে ফেন্সিডিল গুলি পায়। তবে এগুলির কোন মালিক পায়নি পুলিশ। সড়কপথে নেশা সামগ্রী পাচারে পুলিশি সতর্কতার কারণে রেলপথে নেশা সামগ্রী পাচার করছে নেশা মাফিয়ারা। কিন্তু রেলপথে নেশা সামগ্রী উদ্ধার হলে প্রায় সময়ই কাউকে গ্রেফতার করা যাচ্ছে না এটা একটা দুর্বলতা। তবে সড়ক পথ সহ রেলপথেও জোরদার তল্লাশি চলছে তা বলাই চলে।
0 Comments