IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- উত্তর জেলার কালাছড়া ব্লক সংলগ্ন এলাকা থেকে লক্ষাধিক টাকার সেগুন কাট উদ্ধার করলো বন দফতর। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা ধর্মনগরের কালাছড়া ব্লক সংলগ্ন ফায়াজ আলি এবং মহরম আলির বাড়িতে হানা দেয়। অভিযানে বন দফতরের কর্মীরা প্রায় লক্ষাধীক টাকার সেগুন কাঠ উদ্ধার করে। জানা গেছে, এক একটি কাঠ ৪০ ফুটের মত। তবে এই অভিযানে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ও বন কর্মীরা। এদিকে মহকুমা বন আধিকারিক তপজ্যোতি দেববর্মা জানান, আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে।
0 Comments